মঙ্গলবার , ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণুবিজ্ঞানী অধ্যাপক শমশের আলী আর নেই

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ৮৭ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক শমশের আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন গুণী শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক বা গবেষকই ছিলেন না, ছিলেন উচ্চশিক্ষা বিস্তারে নিবেদিত একজন পথপ্রদর্শক। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (৩ আগস্ট)বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক শমশের আলী স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে বাউবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাউবির বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এক শোকবার্তায় বলেন, অধ্যাপক শমশের আলী ছিলেন বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন নিষ্ঠাবান গবেষক, চিন্তাশীল শিক্ষক এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ এক সমাজসেবী। দেশের প্রান্তিক জনগণের কাছে উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁর যে ভূমিকা, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা...

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা...