শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগ থানার উদ্যোগে বিএনপির আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী পালিত।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।মঙ্গলবার দুপুরে তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ডের বামনার টেক এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারের কারণে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শেখ হাসিনার লালিত প্রশাসনের মাধ্যমে নির্মম ও নিষ্ঠুর অত্যাচারের শিকার করে হত্যার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন, তবে খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে ফিরে এসে বিএনপির হাল ধরবেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ রাজা, চান মিয়া বেপারী, আলি আহম্মেদ, রিপন হাসান খন্দকার,তুরাগ থানা যুগ্ন আহবায়ক, মোঃ মতি মিয়া ও মোঃ রফিক মোল্লা, হাজী আতাউর রহমান, বিপ্লব মিয়া,সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, সাইদ হাসান সাগর,আহবাক সদস্য তুরাগ থানা,মোঃ আলম হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলা, রানা ভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমরান হোসেন মনির সহ তুরাগ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দলের সার্বিক সাফল্য, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। নীতিমালাটি দেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে...

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ, দুর্নীতি থেকে বাঁচতে...

Ad For Sangbad mohona