বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান গনির ময়লার ভাগাড় থেকে আয় লাখ লাখ টাকা

: স্টাফ রিপোর্টার

এটা আমাদের ব্যবসা বলছি ময়লার ভাগাড়ের মালিকের ছেলের কথা, নাম তার রায়হান তিনি ময়লার ভাগাড়ের ইনচার্জ, মালিক তার বাবা ওসমান গনি, মহাসড়কের পাশে নবীটেক্সটাইল স্ট্যান্ডে রয়েছে অফিস ওসমান ট্রেডার্স নামে।

নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী স্ট্যান্ডের সামনেই গড়ে উঠেছে ময়লার ভাগাড় , মহাসড়কে প্রতিদিন শতর উপরে গাড়ি এসে লাইন ধরে ফেলছে ময়লা ফলে যানজটের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। এক একটি গাড়ি থেকে মাসিক নেওয়া হয়
( ৫-১০ ) হাজার টাকা, এই টাকা তুলেন ময়লার ভাগাড়ের ইনচার্জ রায়হান।

ওসমান ও রায়হানের সাথে কথা বললে জানায় এটা তাদের ব্যবসা ,পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি লাগে না তাদের সবম্যানেজ করা আছে , সড়ক ও জনপথের যায়গায় অনুমতি ছাড়া ময়লা ফেলার নির্দেশ কোথা থেকে পেলো ওসমান গনি ও তার ছেলে রায়হান।

আইন ২০১৯ খসড়া দেশের সড়ক – মহাসড়ক রক্ষায় নতুন আইন করতে যাচ্ছে সরকার অনুমতি ছাড়া সড়ক – মহাসড়কের জমি দখল করলে বা অবৈধ স্হাপনা করলে ২ বছর দণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে । ১৯ ধারায় এই আইনের সবপ্রকার অপরাধকে আমল যোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে , চাইলেই বিচারপ্রার্থী ভূমি অপরাধ সংক্রান্ত যে কোন বিষয়ে এই আইনের অধীনে স্হানীয় এখতিয়ারভুক্ত থানাতে মামলা করতে পারবে এবং সে ক্ষেত্রে ওই থানার পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।

ময়লার ভাগাড়ের দূরগন্ধে অতিস্ট এলাকাবাসী এতে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, স্হানীয়দের সাথে কথা বললে জানায় ময়লার দূরগন্ধে টিকে থাকা অসম্ভব অতি কস্টে জীবনযাপন করতে হয় মশা ও রোগ জীবানু বেড়েই চলেছে গ্রামবাসীরা এই স্হানে ময়লা ফেলার পক্ষে না, স্হানীয়রা আরো বলে এই ময়লার ভাগাড় উচ্ছেদের জন্যে আমরা অনেক চেষ্টাচালিয়েছি কিন্তু ওসমান গনির সাথে পারিনি প্রশাসন তার ম্যানেজ করা, ওসমান গনির কোন আইন লাগেনা, কর্তৃপক্ষেকে জানানো হলে কিছু দিন কার্যক্রম বন্ধ থাকলেও আবার সচল হয়ে যায় এমন প্রশ্নে পরিবেশ অধিদপ্তর ও ( সহজ ) সড়ক ওজনপথ কোন শিকলে আটক জানতে চায় স্হানীয়রা।

এলাকাবাসী আরো জানায় ওসমান গনির টাকার কাছে প্রশাসন নিরব , আমরা এই ময়লার দূরগন্ধ ও রোগজীবাণুর হাত থেকে রক্ষা চাই পরিবেশে অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি সড়ক ও জনপথের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জনজীবন উন্নত ও স্বাভাবিক করার লক্ষ্যে এই ময়লার ভাগাড়ের উচ্ছেদ অতি জরুরী এমটা প্রত্যাশা এলাকাবাসীর

 

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। নীতিমালাটি দেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে...

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ, দুর্নীতি থেকে বাঁচতে...

Ad For Sangbad mohona