বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচারের দুই এজেন্ট ৫ দিনের রিমান্ডে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার ‘দেশের সম্পদ দেখাশোনার’ দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তারের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।

আদালত সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচারের দুই এজেন্টের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।দুদকের চট্টগ্রাম আদলতের পরিদর্শক বিপ্লব ঘোষ বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালত রিমান্ড চাওয়া হলে মহানগর ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল তাদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

’এদিকে, বৃহস্পতিবার দুপুরে দুদকের অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।দুদক কর্মকর্তা জানিয়েছেন, আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। আর আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণকারী। তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।

এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফরেনসিক করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। উৎপল পাল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ তথা মাস্টারমাইন্ড।এর আগে, চলতি বছরের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ এ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী, ভাই-বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামি উৎপল পাল এবং আব্দুল আজিজ।দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানিয়েছেন, আজ দুপুরে সাইফুজ্জানা চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির জন্য চট্টগ্রামের মহানগর স্পেশাল জজ মো. আব্দুর রহমানের আদালতের আবেদন করলে আদালত এটার ওপর আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।

 

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনিরের সভাপতিত্বে...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

Ad For Sangbad mohona