এসএমই ফাউন্ডেশন, আইটিসি (ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার) শি-ট্রেডস বাংলাদেশ হাব ও চট্টগ্রাম উইমেন চেম্বারের সহায়তায় ২২-২৫ সেপ্টেম্বর এ বৃটিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের নারী-উদ্যোক্তাদের মালিকানাধীন পোশাক, বাসাবাড়ির সাজসজ্জা, কৃষি ও পাটপণ্য খাতের ৮০টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবে।
নারী-উদ্যোক্তাদের পণ্য কিনতে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। এসএমই ফাউন্ডেশন, আইটিসি (ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার) শি-ট্রেডস বাংলাদেশ হাব ও চট্টগ্রাম উইমেন চেম্বারের সহায়তায় ২২-২৫ সেপ্টেম্বর এ ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের নারী-উদ্যোক্তাদের মালিকানাধীন পোশাক, বাসাবাড়ির সাজসজ্জা, কৃষি ও পাটপণ্য খাতের ৮০টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অনেক নারী-উদ্যোক্তা লাগেজ ও মধ্যস্বত্ত্বভোগীদের মাধ্যমে অনানুষ্ঠিকভাবে প্রচুর পণ্য রফতানি করেন। অনেকে আনুষ্ঠানিক চ্যানেলেও রফতানি করেন। উদ্যোক্তাদের রফতানি বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারী-উদ্যোক্তাদের সাথে বিদেশী ক্রেতাদের সংযোগ বাড়ানোর লক্ষ্যে আইটিসি শি-ট্রেডসের এ ধরনের উদ্যোগে এসএমই ফাউন্ডেশন সর্বাত্মক সহায়তা করবে।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, ঢাকায় বৃটিশ হাইকমিশনের উপ-উন্নয়ন পরিচালক মার্টিন ডসন, আইটিসি’র পলিসি লিড জেম আরবো ও জ্যেষ্ঠ উপদেষ্টা তানভীর আহমেদ।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের উপ-উন্নয়ন পরিচালক মার্টিন ডসন বলেন, বাংলাদেশের নারী-উদ্যোক্তাদের সাথে ব্রিটিশ ক্রেতাদের সংযুক্ত করার মাধ্যমে যুক্তরাজ্য দুই দেশের বাণিজ্য অংশীদারিত্ব জোরদার, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত ভবিষ্যতে বিনিয়োগ করছে। আইটিসি’র পলিসি লিড জেম আরবো বলেন, টেকসই সরকারি ক্রয় নীতির সুফল পেতে নারী-উদ্যোক্তাদের মাঝে সচেতনতা বাড়ানো ও সরকারের ই-জিপি সিস্টেমে নারী-উদ্যোক্তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নিবন্ধন আরো বাড়ানো প্রয়োজন।
আইটিসি’র জ্যেষ্ঠ উপদেষ্টা তানভীর আহমেদ বলেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের নারী-উদ্যোক্তাদের সঙ্গে ব্রিটিশ ক্রেতাদের সংযোগ তৈরির দারুণ সুযোগ তৈরি হলো। ৪ দিনের আয়োজনের অংশ হিসেবে নারী-উদ্যোক্তাদের জন্য সরকারের ক্রয় নীতি বিষয়ক দু’টি কর্মশালাও আয়োজন করা হচ্ছে। গত অর্থবছরের জুন-মার্চ ২০২৫-এ যুক্তরাজ্যে ৩৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা, যা আগের জুন-মার্চ ২০২৪ থেকে শতকরা ৫ দশমিক ৫ ভাগ বা প্রায় ১৮ কোটি ডলার বেশি।
শেয়ার করুন :










