শরীয়তপুরের জাজিরায় উপজেলার সেনেরচর ইউনিয়নে সমাজ প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব সেনেরচর ইউনিয়নের ক্লাব মোড় এলাকায় শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে সেনেরচর ইউনিয়ন খেলাফত মজলিসের আয়োজনে ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শিফাত আহমেদের উপস্থাপন ও ইউনিয়ন সভাপতি মেম্বার আব্দুস ছালাম হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, উপস্থিত ছিলেন সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজি গোলাম মাওলা, শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম শামসুল হুদা আব্দুস শুকুর, জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আরিফুল ইসলাম রাব্বানী, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌরসভা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ফরিদি, মেম্বার মোঃ শাহিন মাদবর, মাস্টার ইছহাক মোল্লা, কারী মেঃ মতিউর রহমান, মোঃ বাবুল কাজি, মোঃ জাহাঙ্গীর কাজি সহ স্থানীয় জন প্রতিনিধি, সমাজ প্রতিনিধি ও খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা জালালুদ্দিন আহমদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে (পালং জাজিরা) শরীয়তপুর ০১ আসনে খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময়ে উপস্থিত সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে সমর্থন করে রিকশা প্রতীকে ভোট দিয়ে মাওলানা জালালুদ্দিন আহমদকে জয়যুক্ত করতে দুহাত তুলে সমর্থন ব্যাক্ত করেন।
শেয়ার করুন :










