বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

টঙ্গীতে সালাউদ্দিন সরকারের পক্ষ থেকে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাউদ্দিন সরকার এর পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড বউ বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন গাজীপুরের মানুষের প্রিয় নেতা, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

(বিএনপি) ২০১৮ সালে গাজীপুর ২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছিল। কিন্তু তখনকার সরকার দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ধানের শীষ প্রতীকে আমরা এক লক্ষ বারো হাজার ভোট পেয়েছিলাম। আমার প্রিয় নেতা সালাউদ্দিন সরকার আগামী ২০২৬ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।তিনি আরো বলেন বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী একজন প্রার্থীর মধ্যে যেসব যোগ্যতা ও বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, আল্লাহর অশেষ কৃপায় সেই সব গুণাবলী সালাউদ্দিন সরকারের ভেতরে বিদ্যমান। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গাজীপুর-৬ আসন থেকে সালাউদ্দিন সরকার বিএনপির মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের সেবায় নিজেকে নিবেদিত করবেন। ৪৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি এম কম সালাউদ্দিন এর সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আল আমিন এর সঞ্চালনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা

বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু,গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন.টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম দেওয়ান,৫৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীম,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক এস এম রাসেল,৪৫ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন দিপু,গাজীপুর মহানগর শ্রমিকদলে যুগ্ন আহবায়ক মোহাম্মদ গোলাপ মিয়া, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন পাঠান,টঙ্গি পূর্ব থানা ওলামা দলের আহবায়ক আবু তাহের,টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সৌরভ হাসান,৪৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন পারভেজ,সাব্বির হোসেন মোহাম্মদ রফি ও হৃদয় সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে বিএনপি গঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বউ বাজার থেকে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

 

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনিরের সভাপতিত্বে...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

Ad For Sangbad mohona