শরীয়তপুরের জাজিরায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর আশ্বাস প্রকল্পের অভিভাষণ বিষয়ক পথ নাটক স্বপ্ন প্রদর্শিত হয়েছে।
২২ অক্টোবর বুধবার বিকাল পাঁচটায় উপজেলার জাজিরা ইউনিয়ন পরিষদ মাঠে এসডিএস এর আয়োজনে আশ্বাস প্রকল্পের এই অভিভাষণ বিষয়ক পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান হাওলাদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর উপ পরিচালক কাজি সাখাওয়াত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক কবির হোসেন, আশ্বাস প্রকল্পের প্রগ্রাম অফিসার কামরুল হাসান, সাত্তার সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউর রহমান, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনু মাদবর, মোঃ সোহরাব হোসেন ছুরু আকন, মোঃ দানেস আকন, মোঃ সোহরাব আকন সহ এসডিএস এর আশ্বাস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এসডিএস এর সুবিধাভুগী ও এলাকার স্থানীয় জনসাধারণ।


এসময়ে এদেশ থেকে প্রশিক্ষণ বিহীন এবং ভুয়া এজেন্সির মাধ্যমে মিথ্যা আশ্যাসে বিদেশ গিয়ে কিভাবে প্রতারিত হয়ে পরিবারগুলো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরত এসে পরিবারের বোঝা হয়ে যায়, আবার অনেকে দালান চক্রের খপ্পরে পরে ভূলপথে বিদেশে পারিদিতে গিয়ে কারাবরন এমকনকি মৃত্যু প্রযন্ত হয়ে থাকে।
এই বিষয়ে সচেতনতা মূলক অভিভাষণ বিষয়ক পথ নাটক স্বপ্ন প্রদর্শন করা হয়।
শেয়ার করুন :
								
															





															



