মঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তারা

সচিবালয়ের এও ও পিও পদ থেকে সহকারী সচিব (নন ক্যাডার) পদে পদোন্নতিসহ সহকারী সচিব (নন ক্যাডার) পদে কর্মরতদের সিনিয়র স্কেল প্রদান এবং সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডার) পদ থেকে উপসচিব পদে পদোন্নতির সুরাহা চান কর্মকর্তারা।এসব বিষয়ে কথা বলতে সোমবার (৩ নভেম্বর) সকালে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলতে যান। তবে তিনি না থাকায় তারা অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন।এসময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. আব্দুল খালেক কয়েকটি বিষয় তুলে ধরেন।তিনি জানান, সহকারী সচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয় মার্চ ২০২৫ মাসে।

এরপর প্রায় ৩০টি পদ শূন্য হলেও গত ৭ মাস ধরে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। ২৪ জন এও/পিও এর সহকারী সচিব পদে পদোন্নতির জন্য একটি নথি প্রস্তুত করা হলেও কিছু অজুহাত দেখিয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হচ্ছে না।তাদের দাবি, প্রক্রিয়াধীন ২৩ জনের সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে যেন দ্রুত সময়ে পাঠানো হয়।

তারা এসময় সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের সিনিয়র স্কেল দিতে অতিরিক্ত সচিবের হস্তক্ষেপ কামনা করেন।এছাড়া উপসচিবের ৯টি শূন্য পদে পদোন্নতির বিষয়ে কথা বলেন। বিষয়টি এপিডি উইংয়ের এখতিয়ারাধীন বিধায় অতিরিক্ত সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত হিসেবে এ বিষয়ে এপিডি উইংয়ের সঙ্গে কথা বলার অনুরোধ জানান।পরবর্তীতে ঘোষিতব্য সময়সূচি অনুযায়ী সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি কর্মসূচির সমাপ্তি টানেন।

 

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে...

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচন করবেন লুৎফুজ্জামান বাবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচন করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ...

Ad For Sangbad mohona