বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নীলফামারীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচার প্রচারণা।

আদর্শ উপজেলার রুপকর হিসেবে আধুনিক নীলফামারী গড়তে দিনরাত নির্বাচনী এলাকার সকল শ্রেনী পেশার মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের পক্ষে প্রচারণায় ব্যস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সদস্য সচিব ও নীলফামারী ২ আসনের মনোনীত প্রার্থী এ, এইচ,এম, সাইফুল্লাহ রুবেল।

কখনো মাঠে, কখনো হাটবাজারে ও কখনো রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে নির্বাচনি এলাকার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ভোটারদের কাছে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারণায় ব্যাস্ত থাকতে দেখা যায় এই নির্ভীক জেলা বিএনপির নেতাকে,

তারেই অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা শহরের টিটিসি সংলগ্ন এলাকায়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণা গিয়ে সাধারণ মানুষের ভোট ও সমর্থন চেয়ে প্রার্থী বলেন, নীলফামারী অঞ্চলের ভাগ্য পরিবর্তনের একটি উপায় ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্রনায়ক তারেক জিয়া ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে তাহলে শিক্ষা চিকিৎসা রাস্তা ঘাটের উন্নতির পাশাপাশি বেকারত্ব দুর ও শিল্প কারখানা গড়ে উঠবে।এসময় ঐ এলাকায় নারী পুরুষ ভোটারগণ সম্মিলিত ভাবে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দুর করতে চায় তারা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী বলেন, পরিবর্তনের একত্রিশটি দফা রয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়নে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ ও মডেল বাংলাদেশ হিসেবে উপহার দিতে চাই।এদিকে তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভোটারদের কাছে নীলফামারী ২ আসনের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এ, এইচ,এম, সাইফুল্লাহ রুবেল কে এমপি হিসেবে নির্বাচিত করতে চান তারা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সেফাউল জাহাঙ্গীর সেফু, ইউনুস আলী শাহ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহআলম তমু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম রনি, সদস্য মোহাম্মদ রানা, শ্রমিক দল নেতা কামরুল ইসলাম প্রমুখ।প্রার্থী আরো বলেন নীলফামারীর মানুষ ধানের শীষের পক্ষে সবাই এক পতাকা তলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে।

 

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ...

Ad For Sangbad mohona