মঙ্গলবার , ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাটি, মূর্তি ও মানস: অতীত ঐতিহ্যের নান্দনিক ছবি

জৈন তীর্থংকর ঋষভ দেব পদ্মাসনে বসে চক্ষু মুদে গভীর ধ্যানে নিমগ্ন। তাঁর ধ্যানমগ্ন মূর্তির দুই পাশে ও ওপরে–নিচে সারিবদ্ধভাবে ছোট ছোট কুঠুরির আকৃতির ভেতরেও জৈন সাধকদের ধ্যানমগ্ন মূর্তি। এই মূর্তি আবিষ্কৃত হয়েছিল রাজশাহীতে। জৈন তীর্থংকরদের মধ্যে ঋষভ দেব হলেন প্রথম তীর্থংকর। তথাগত গৌতম বুদ্ধের জন্মের ও পূর্বকালে তাঁর আবির্ভাব। পাথরে খোদিত মূর্তি থেকে ঋষভ দেবকে চিত্রকলায় জনসাধারণের সামনে তুলে এনেছেন তরুণ শিল্পী যারীন তাসনিমা।

গত শুক্রবার থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫৫ লেক ড্রাইভ রোডের অ্যালবিয়ান আর্ট গ্যালারিতে শুরু হয়েছে যারীন তাসনিমার ‘মাটি, মূর্তি ও মানস’ নামের প্রথম একক শিল্পকলা প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামিম রেজা।

‘মাটি, মূর্তি, মানস’ প্রদর্শনীটি বেশ আলাদা। উপমহাদেশের প্রাচীন ধর্ম, দর্শনের প্রবর্তক ও প্রচারক যেসব মহাজন কালজয়ী হয়ে আছেন, তাঁদের অনেক মূর্তি সংরক্ষিত আছে দেশের বিভিন্ন জাদুঘর ও প্রত্নস্থলে। আরও সংরক্ষিত রয়েছে বৈদিক, পৌরাণিক, লৌকিক অনেক দেবদেবীর বহু রকমের মূর্তি। আধ্যাত্মিকতা ছাড়াও এসব মূর্তির যেমন বিপুল প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, তেমনি রয়েছে এর নান্দনিক সৌন্দর্য। একেক মূর্তির আছে একেক রকমের গড়ন, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে অনন্য এসব ভাস্কর্য। ধর্মীয় অনুভূতি ব্যতিরেকেই এসব ভাস্কর্যের সৌন্দর্য উপভোগ করেন সাধারণ দর্শকেরা। যারীন তাসনিমা সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেশের বিভিন্ন জাদুঘর ও প্রত্নস্থলের ঘুরে ঘুরে পাথরে খোদিত প্রাচীন ধর্মগুরু ও দেবদেবীদের মহাকালের অতীত থেকে চিত্রকলার মাধ্যমে তুলে এনেছেন বর্তমানের আলোয়। প্রদর্শনীতে চিত্রকলার পাশাপাশি রয়েছে টেরাকোটার কাজ।

মূল ভাস্কর্যের ব্যঞ্জনা দর্শদের কাছে পৌঁছে দিতে যারীন তাসনিমা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন চারকোল। কারণ, এই ভাস্কর্যগুলো মূলত কালো পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল কয়েক শ কিংবা সহস্র বছর আগে। চারকোলে কালো রঙের পাশাপাশি পাথরের কাঠিন্য বেশ চমৎকারভাবে উঠে এসেছে। ড্রয়িংগুলো অনুশীলন পর্যায়ের হলেও যথেষ্ট নৈপুণ্যের প্রকাশ আছে। আলো-আধাঁরের প্রক্ষেপণ ও পটভূমির সঙ্গে দেহাবয়বের অনুপাত—এসব মিলিয়ে কাজগুলোতে একরকম ত্রিমাত্রিক আবহ সৃষ্টি হয়েছে, যা দর্শকদের মনে অনেকটা মূর্তিগুলো দেখার অনুভব জাগায়।

ছবির পাশাপাশি টেরাকোটার কাজ আছে ছয়টি। টেরাকোটাগুলো অবশ্য পৌরাণিক বিষয়ের নয়। যারীন তাসনিমা চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যকলায় স্নাতক। তিনি প্রথম আলোকে বললেন, শিক্ষাসফরে বিভিন্ন প্রত্নস্থান ভ্রমণ করতে গিয়ে প্রাচীন মূর্তির প্রতি তিনি আগ্রহী হয়ে ওঠেন। একটা সময় বিভিন্ন জাদুঘর ও প্রত্নস্থানে গিয়ে ছবি আঁকতে শুরু করেন।

প্রদর্শনী চলবে ১১ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে সবার জন্য। দেখতে এলে অতীত ঐতিহ্যের এসব নান্দনিক ছবি শিল্পানুরাগীদের ভালো লাগবে।

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা...

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা...