মঙ্গলবার , ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উপজেলা শিশু কল্যাণ বোর্ড (CWB) ও মানব পাচার প্রতিরোধ (CTC) কমিটির সভা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ সাভারে শিশু কল্যাণ বোর্ড ও মানব পাচার প্রতিরোধ কমিটি সভায় শিশু সুরক্ষা কার্যক্রম বেগবানের তাগিদ দেন বক্তারাসুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেছেন, শিশুদের যথাযথ শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে তাদের পরিবার, সমাজ, এবং সর্বোপরি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমান সমাজব্যবস্থায় শিশুদের সুরক্ষা চ্যালেঞ্জের মুখে। প্রায় সময়ই সংবাদ মাধ্যমে শিশুর প্রতি সহিংসতা, শিশুশ্রমে বাধ্য করা, মানসিক ও যৌন নির্যাতন এমনকি পাচার ও বাল্য বিবাহের শিকার হওয়ার খবর প্রকাশ হয়ে থাকে। এসব থেকে শিশুদের রক্ষা করাই হচ্ছে শিশু সুরক্ষা। তাই শিশুকল্যাণের লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগ এবং সমাজভিত্তিক শিশু সুরক্ষা কার্যক্রমকে বেগবান করে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

সোমবার (২৮) দুপুরে সাভার উপজেলা ”বিজয় ৭১” সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধ কমিটি সভা এবং শিশু কল্যাণ বোর্ডের সভায় বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রেজাউল করিম তরফদার।

সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকাররি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠিত ওই সভায় শিশু সুরক্ষা প্রকল্পে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য করণীয় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কাজী ইসরাত জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার শারমীন নাহার, মো: হেলাল উদ্দিন, ইন্সপেক্টর, সাভার থানা, সহকারী পরিচালক , ভার্ক এনজি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চূ।

সভায় রূপান্তর এনজিও এর মনিটরিং অফিসার সুমিত শাহারিয়ার তিনি রূপান্তর এর উক্ত প্রকল্প কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন এবং সার্বিক সহযোগীতায় ছিলেন অভ্যন্তরীণ পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্প রূপান্তর এর জেলা সমন্বয়কারী মি. জেভিয়ার বিশ্বাস এবং জেলা সমন্বয়কারী, মো: আতাবুর রহমান টিপু

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা...

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা...