শরীয়তপুরের জাজিরায় জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক ও সংগীত শিক্ষক মনোয়ারা জেসমিনের অবসরগমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।৩০ জুলাই বুধবার বেলা ১২ টায় জাজিরা গার্লস স্কুল কলেজ পরিবারের আয়োজনে স্কুল মিলনায়তনে শিক্ষক ইজমারু ইসলামের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ মতিন।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার, বিদায়ী শিক্ষক মনোয়ারা জেসমিন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, আবদুল লতিফ হাওলাদার, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ মোল্লা সহ অনান্য শিক্ষক ও ছাত্রীরা,
বক্তাগন তাদের বক্তব্যে মনোয়ারা জেসমিনের বর্নাঢ্য দির্ঘ শিক্ষকতা জীবনের সৃতিচারন করেন এবং তার আগামী অবসর দিনগুলোর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী শিক্ষক মনোয়ারা জেসমিন তার শিক্ষকতা জীবনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কালিন সৃতি চারন করতে গিয়ে
আবেগাপ্লুত হয়ে পরলে মুহুর্তেই সভাকক্ষ প্রিয়জন হারানো এক বিদায়ী বিষাদময়তায় পরিনত হয়ে ওঠে। মাষ্টার মজিবুর রহমান প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র নারীজাগরণের শিক্ষাপ্রতিষ্ঠান জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠা হলে তিনি ১০/০২/১৯৮৮ সালে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগাযোগ করে সহকারী শিক্ষকের দ্বায়িত্ব পালনের পাশাপাশি সুনামের সাথে সংগীত শিক্ষকের দ্বিতীয় পালন করে দির্ঘ ৩৭ বছর শিক্ষকতা জীবন শেষ করে আজ অবসরে গেলেন।
শেয়ার করুন :