আশুলিয়ায় চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ ঐতিহাসিক ৫ই আগস্ট ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকালে,আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া সরকার মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে, ক্যান্সারে আক্রান্ত শাহিদা বেগমকে এক মাসের ঔষধ প্রদান করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি শাহ আলম সরকার, সাধারণ মাইনুউদ্দিন বিপ্লব, অর্থ সম্পাদক আঃ মালেক বকাউল, সাবেক সেনা কর্মকর্তা আঃ আলিম, সাউকাত হোসেন।
আরোও উপস্থিত ছিলেন, দিদারুল আলম, রশিদ হাওলাদার, প্রাবাসী খরশেদ আলম; দেলোয়ার খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রবাসী সদস্যসহ দেশের বিত্তবানদের অর্থের সহযোগিতায় অসহায় অসুস্থ মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
ক্যান্সারে আক্রান্ত শাহিদা বেগম বলেন, আমি অনেক অসুস্থ টাকার অভাবে ঔষধ কিনতে পাড়ি না। চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে এক মাসের ঔষধ দিয়েছে আমি অনেক খুশি হইয়েছি। ধন্যবাদ জানাই চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশনে সকল সদস্যদের।
শেয়ার করুন :










