শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জমি দখল, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশের শরণাপন্ন প্রবীণ নাগরিক

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান মৌজায় নিজের মালিকানাধীন ৬ একরেরও বেশি জমিতে জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ৬৮ বছর বয়সী প্রবীণ নাগরিক নেপাল চন্দ্র চক্রবর্তী।

গত ৩ আগস্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার বরাবর দায়েরকৃত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিন্দান মৌজায় ৬ একর ১২ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন তিনি। জমিগুলো গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নামজারি ও জমাভাগের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার নামে রেকর্ডভুক্ত হয়। তিনি নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করতেন।

অভিযোগে তিনি জানান, হঠাৎ করে ১ নম্বর বিবাদী বাসির আহম্মেদ তিনজন ব্যক্তির নামে জাল দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করেন। তিনি জমিতে গেলে বা অন্যত্রে জমি বিক্রির উদ্যোগ নিলে ওই ব্যক্তি এবং তার সহযোগীরা বাধা প্রদান করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একাধিকবার বসার প্রস্তাব দেওয়া হলেও বিবাদীরা কোনো কাগজপত্র দেখাননি বলে অভিযোগকারী দাবি করেছেন।

 

নেপাল চন্দ্র চক্রবর্তীর অভিযোগ, গত ২ আগস্ট বিকাল ৪টার দিকে ১নং বিবাদী বাসির আহম্মেদ, মোঃ আব্দুল, জসিম, ফালান চন্দ্র মন্ডল এবং অজ্ঞাত আরও ৪-৫ জন মিলে তার জমিতে স্থাপিত চারটি সিমেন্টের পিলার এবং মালিকানা সাইনবোর্ড ভেঙে ফেলে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।

লোকমুখে ঘটনার খবর পেয়ে জমিতে গিয়ে তিনি ঘটনার সত্যতা পান। বর্তমানে বিবাদীদের হুমকির কারণে তিনি জমি ভোগদখল করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরই তিনি থানায় এসে অভিযোগ করেন। জমির বিস্তারিত তফসিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১ নম্বর বিবাদী বাসির আহম্মেদ সাংবাদিকদের জানান, গতকাল স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে বিষয়টি নিয়ে থানায় বসেছিলাম। আমি তাদেরকে আমার যাবতীয় বৈধ কাগজপত্র দেখিয়েছি। আলোচনার পর নেপাল ও গোপালকে ‘ছিটার’ (প্রতারক) বলা হয়েছে। নেপালের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, তার নামে কোর্টে মামলা চলছে। কিছুদিন আগে সে জেল খেটে এসেছে এবং ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জামিনে বের হয়েছে।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধ গাজীপুর অঞ্চলে একটি অন্যতম সামাজিক সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত ও দ্রুত পদক্ষেপে এ ধরনের অভিযোগগুলোর যথাযথ সমাধান নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা।

 

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। নীতিমালাটি দেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে...

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ, দুর্নীতি থেকে বাঁচতে...

Ad For Sangbad mohona