ট্রেনের সামনে বীর পুরুষের মতো দু’হাত তুলে সিনা টান করে দাড়িয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি থামানোর চেষ্টা করে আঠারো বছরের যুবক জাহিদুল। দূর্ঘটনাস্থল থেকে কলেজ স্টেশন নিকটে হওয়ায় একধিকবার হর্ণ বাজানো হচ্ছে।
কিন্তু দাড়িয়ে থাকা ব্যাক্তিটি সরছেনা। এরমধ্যেই দ্রুতগামী ট্রেনটি তাকে ধাক্কা দিলে রেল লাইনের পাশর্^বর্তী স্থানে পড়ে যায়। এভাবেই মন্তব্য করলেন ট্রেন চালক মজিবুল। সোমবার রাত সাড়ে নয়টায় রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী কলেজ স্টেশনের অদূরে মনসাপাড়া গ্রামস্থ চেতাশার ঘুন্টি নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
নীলফামারী শহরের শান্তি নগর(কানছিরার মোড়) এলাকার মৃত মোজাম্মেল হকের পুত্র মানসিক ভারসাম্যহীন জাহিদুল(১৮) ঘটনাস্থলে সন্ধ্যার পর থেকে রেল লাইনে বসে ছিল বলে এলাকাবাসী জানায়।সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী জানান, চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির চালক দূর্ঘটনার বিষয়টি আমাকে অবগত করে। আমরা মধ্যরাতে ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।

শেয়ার করুন :










