গাজীপুরের কালীগঞ্জে পুলিশ দুইটি পৃথক অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উলুখোলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম নাগরী ইউনিয়নের সেনপাড়া অটোষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় মিরারটেক গ্রামের নজরুল ইসলামের পুত্র রায়হান ইসলাম শান্ত (২০) ও গলান দক্ষিণ পাড়া গ্রামের মৃত সোলায়মান মিয়ার পুত্র ইফরান মিয়া (২১) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ওই টিমটি রাতের অপর একটি অভিযানে সেনপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মন্তাজের নির্মাণাধীন বাড়ীর সামনে থেকে উত্তরখান থানার চামুরখান গ্রামের ওহাব আলী মোল্লার পুত্র রতন মোল্লা (৩০) কে আটক করে।
তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন (নং ৪ ও ৫)।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাকদ ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিষিদ্ধ ইয়াবা ট্যবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন :










