বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীর ডোমারে থানার ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা মো. সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতা করার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি দেন। এর প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণ দাবি জানায়।

তারা আরও অভিযোগ করেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষ নিয়ে ওসি সাংবাদিক হিল্লোলকে হুমকি দেন। এছাড়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা নেওয়া এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলা হয়। বক্তারা দ্রুত ওসি মো. আরিফুল ইসলামের অপসারণ দাবি জানান।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি। দুই দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে স্থানীয়রা মব তৈরি করে ঘরে আগুন দেওয়ার পরিকল্পনা করছিল। আমি তখন সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম, মব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় তাঁকেই নিতে হবে। এভাবেই বলার কারণে সাংবাদিক লোকজন নিয়ে মিছিল করেছে। সমস্যা নেই, তাঁর কাজ তিনি করছেন, আমার কাজ আমি করব।’

 

ভাই লতিফ সিদ্দিকীর জামিনের পর যা বললেন কাদের সিদ্দিকী

মিছিল নিয়ে যমুনার পথে ইসলামী ৮ দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যমুনায় যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। পল্টনে সমাবেশ...

ভাই লতিফ সিদ্দিকীর জামিনের পর যা বললেন কাদের সিদ্দিকী

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। যেন অনেকটা জমিদারের ভাঙ্গা বাড়ির মতো। বৃহস্পতিবার (৬...

Ad For Sangbad mohona