শরীয়তপুরের জাজিরায় হাজি উজালা ফরাজি মহিলা মাদরাসা ও এতিমখানার নব নির্মিত তিনতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।২
০ সেপ্টেম্বর শনিবার বিকাল ০৩ টায় জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সির কান্দি ফরাজী বাড়িতে এই মাদরাসা ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, জাজিরা কাওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের প্রধান উপদেষ্টা হাফেজ বসির আহাম্মেদ , বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলার সভাপতি, মাওলানা নুরুল আমিন,সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।
মানিকনগর মাদ্রাসার মুহতামিম, মাওলানা সিফাত মাহমুদ, ফরাজী দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম, মাওলানা দেলোয়ার হোসাইন সহ বিভিন্ন মাদরাসার মুহতামিমগন উপস্থিত ছিলেন।

অত্র মাদ্রাসার শুরা কমিটির প্রধান পরামর্শ দাতা আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন দা: বা: এবং ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার সভাপতি, আলহাজ্ব ইকরাম ফরাজি আলমগীর।
এছারাও ভিডিও কলে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস ফরাজি, হাজি ইকরাম হোসেন আলমগীর ফরাজি ও ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ঈমন ফরাজি।
উদ্বোধন শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি দিলাওয়ার হোসেন।
শেয়ার করুন :










