নিখোঁজের দুই দিন পর অবশেষে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর, সৈয়াল কান্দি নামক এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশুর নাম [শিশুর তায়েবা (৬) বয়স প্রায় সে দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এরপর থেকে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২ টায় প্রতিবেশির একটি সেপটিক ট্যাংক কে খোজ নেয়। এসময় বিতরে লাশ দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গ-এ পাঠিয়েছে।

নিহত শিশুর চাচা- কাকন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাতিজিকে এভাবে হারাতে হবে ভাবিনি। হবে যারা এই অমানবিক ঘটনাটি ঘটিয়েছে, আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেছে, নিখোঁজ শিশুর, সন্ধান একটি সেপটিক ট্যাংকে পাওয়া গেছে খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে শিশুর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ বিষয়ে থানায় আমাদের অভিযান অব্যহত রয়েছে।
শেয়ার করুন :










