বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে সংযুক্ত করার প্রতিবাদে শরীয়তপুর বিক্ষোভে উত্তাল

ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকার দাবিতে শরীয়তপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘জাগো শরীয়তপুর’।

মঙ্গলবার দুপুর ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে সংগঠনটি। চৌরঙ্গীর মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা। এতে ঢাকা-শরীয়তপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানান, প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও কর্মসংস্থানের প্রায় সব কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। ঢাকার সঙ্গে কম দূরত্ব ও নিবিড় সম্পর্ক থাকার পরও ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার উদ্যোগকে তারা অবিচার হিসেবে দেখছেন।

সংগঠনের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি।” তিনি আরও জানান, দাবি মানা না হলে আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর জেলায় মহাসমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র শিবির ও ইসলামি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শরীয়তপুরকে যদি জোর করে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করা হয়, তবে তারা কঠোর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে পদ্মা সেতু অবরোধ করবেন।

 

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ দুইটি পৃথক অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।থানা সূত্রে জানা যায়, গোপন...

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা...

Ad For Sangbad mohona