শরীয়তপুরের জাজিরায় মুলনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্ভোদন করা হয়েছে।
সোমবার ৬ অক্টোবর বাদ মাগরিব জাজিরা উপজেলা মুলনা ইউনিয়নে ঐতিহ্যবাহী লাউখোলা হাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ছোহরাব হোসেনের সভাপতিত্বে এই কার্যালয় উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব হাসেমী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড মোশাররফ হোসেন মাসুদ, বিশেষ অতিথি


হিসেবে উপস্থিত জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামীর মনোনীত জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম সেলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ শাহআলম, এছাড়াও বক্তব্য রাখেন লাউখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ বাবুল মিয়া , মোঃ সেন্টু সরদার, আব্দুর রহিম মিয়া, মোঃ ইলিয়াস ঢালী সহ আরো স্থানীয় গন্যমান্ন ব্যাক্তিবর্গ।
আলোচনা শেষে কার্যালয়ের উদ্ভোদন করে দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুর রব হাসেমী।
শেয়ার করুন :










