শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জাজিরায় ইসলামি যুব আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সভা।

শরীয়তপুরের জাজিরায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১০ আগস্ট বিকেলে বাদ আছর জাজিরা উপজেলা মডেল মসজিদ থেকে জাজিরা টিএনটি মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জাজিরা থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের বিবেক। একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও ন্যায়কে হত্যা করা। গাজীপুরের এ নৃশংস হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। অবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। একই সঙ্গে দেশে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জাজিরা থানা শাখার সভাপতি মাওলানা মুসলিম হাসান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান।
তিনি বলেন, “সাংবাদিক সমাজের বিবেককে হত্যা করা মানে মানবতাকে হত্যা করা। আমরা চাই, আর যেন এই দেশে কোনো সাংবাদিক হত্যার শিকার না হন।”

এছাড়াও বক্তব্য রাখেন জাজিরা থানা শাখার সেক্রেটারি মো. রুবেল শিকদার, পৌরসভা শাখার সভাপতি জাকির দারোগা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুসলিম হাসান প্রমুখ। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে কালো ব্যানার ও প্ল্যাকার্ড ধারণ করে হত্যার প্রতিবাদ জানান এবং সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি তোলেন।
আলোচনা শেষে দেশ ও জাতীর মোঙ্গল কামনা ও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।

 

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। নীতিমালাটি দেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে...

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ, দুর্নীতি থেকে বাঁচতে...

Ad For Sangbad mohona