জার্মানি সরকার বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে একটি বৃত্তির মাধ্যমে। এর কেতাবি নাম ‘ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ’। বাংলাদেশসহ যেকোনো দেশের উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ডাড হলো জার্মানির অন্যতম একটি বৃত্তি। দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যাকে সংক্ষেপে বলা হয় ‘ডাড স্কলারশিপ’। এটি প্রথম চালু হয় ১৯২৫ সালে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এ বৃত্তিতে প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে অর্থায়ন করা হয়ে থাকে। ডিএএডি জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ বৃত্তি। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের স্নাতকোত্তর বা পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। যদিও সব বিষয়ে এ বৃত্তি পাওয়া যায় না।
শেয়ার করুন :