২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৫ সিরিজ জিতে বাংলাদেশের ‘প্রিয়’ সংস্করণ হয়েছিল ওয়ানডে। কালের বিবর্তনে সেই প্রিয় সংস্করণে এখন ধুঁকছে বাংলাদেশ। এতটাই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের আগে সর্বশেষ ১৩ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছিল।
সিরিজের হিসাব কষলে সর্বশেষ চার সিরিজে হেরেছে বাংলাদেশ।এমন কঠিন সময় পেরোনোর জন্য দারুণ কিছু করতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। সেই সুযোগটা আগামীকাল পাচ্ছে। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। তবে সিরিজ নিশ্চিত না হওয়ার আগে ধবলধোলাইয়ে চোখ মুশতাক আহমেদের।ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে পারবে বাংলাদেশ এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক।
আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেছেন, ‘ইনশাআল্লাহ (আল্লাহর ইচ্ছায়)। কোচ হিসেবে আমরা ছেলেদের নিজেদের উপর বিশ্বাস রাখতে সাহায্য করার চেষ্টা করি। বিশ্বাস সবকিছুর মূল।আমার বিশ্বাস দুর্বল হলে খেলোয়াড়রা তা গ্রহণ করবে না। আন্তর্জাতিক ক্রিকেট হলো টেম্পারমেন্ট এবং বিশ্বাসের বিষয়। বাংলাদেশের খুবই প্রতিভাবান খেলোয়াড় আছে, এবং তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে।’মিরাজ-রিশাদ হোসেনরা কোচের বিশ্বাস রাখতে পারলে একটা প্রতিশোধও নিবে বাংলাদেশ।

সর্বশেষ পরাজিত চার সিরিজের মধ্যে এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই গত বছরের ডিসেম্বরে ধবলধোলই হয়েছে বাংলাদেশ।অন্যদিকে স্পিন সহায়ক উইকেট পেয়ে যেন বাঙলাদেশের স্পিনাররা আবেগ সামলে রাখে সে বার্তাও শিষ্যদের দিয়েছেন মুশতাক। স্পিন কোচ বলেছেন, ‘এমন পিচে স্পিনার হিসেবে আপনি উত্তেজিত হবেন, কিন্তু উত্তেজনা আপনার প্রক্রিয়া ভুলিয়ে দিতে পারে। প্রক্রিয়া-ই সব। উইকেট পেতে হলে ভালো ওভার করতে হয়, শুধু ভালো বল নয়। ঘোরানো পিচে আমার বার্তাটি সহজ: টাইট, ভালো ওভার করো, এবং উইকেট আসবে। তোমার প্রক্রিয়াটি মনে রাখো এবং বিশ্বাস রাখো।’
শেয়ার করুন :










