মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম গতিশীলকরন শীর্ষক আলোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায় সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন সাজেকার আয়োজনে দুর্নীতি দমন কমিশন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভা উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের মাদারীপুর জেলা উপপরিচালক মোঃ আতিকুর রহমান, সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু সহ দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, মাদারীপুর ও শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুপ্রকের জেলা উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
উপপরিচালক মোঃ আতিকুর রহমান এর মাদারীপুর জেলা কার্যালয়ে শেষ কর্মদিবস হওয়ায় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে তার কর্মদিন গুলকে তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে তাকে সন্মাননা প্রদান করেন।

এসময়ে তার এই কার্যালয়ের কর্মদিবসের সৃতি তুলে ধরে আবেগময় বক্তব্যে সন্মেলন কক্ষে কিছুক্ষণের জন্য বিদায়ের ব্যাদনায় নিস্তব্ধতা নেমে আসে। তিনি সকলের কাছে তার নিজের এবং তার পরিবারের সুস্থতার জন্য দোয়া চেয়ে আলোচনা সভার পরিসমাপ্তি ঘটান
শেয়ার করুন :










