শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজের আয়োজনে অংশ নেওয়া যুবলীগ নেতা মোক্তার বেপারীকে গ্রেফতার করেছে পদ্মা থানা পুলিশ ।
পদ্মা থানা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর তারিখ সকাল ৫ টার সময় পদ্মা সেতু দক্ষিন থানাধীন কালু বেপারী কান্দি আসামীর নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোক্তার হোসেন ৫৩ সভাপতি নাওডোবা ইউনিয়ন যুবলীগ, তার পিতার নাম আব্দুর রাজ্জাক বেপারী, মাতার নাম হামিদা আক্তার (পুদিনা বেগম), গ্রাম- কালু বেপারী কান্দি, থানা- পদ্মা সেতু (দক্ষিণ), জেলা শরীয়তপুর।

শেয়ার করুন :










