সাবেক এফবিআই পরিচালক জেমস কমির বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুটি মামলায় অভিযোগ গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি। এর মধ্য দিয়ে কমি মার্কিন ইতিহাসে প্রথম সাবেক এফবিআই পরিচালক হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মিথ্যা তথ্য দিয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে দাবি করেছিলেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আরো দ্রুত বিচারের আওতায় আনা উচিত। যার মধ্যে জেমস কমিও রয়েছেন। অভিযোগ গঠনের পর ট্রাম্প কমিকে ‘মার্কিন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি’ বলে মন্তব্য করেন।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এ মামলা প্রমাণ করা জটিল হতে পারে।
২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেমস কমি। হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তসহ কয়েকটি উচ্চপ্রোফাইল মামলার কারণে আলোচনায় ছিলেন তিনি। রাশিয়ার নির্বাচনী হস্তক্ষেপ তদন্ত চলাকালেই ট্রাম্প তাকে বরখাস্ত করেন।
শেয়ার করুন :










