বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ইসরাইলের পর্যটন নগরীতে হুতি গোষ্ঠীর ড্রোন হামলা, আহত ২২

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী ইলাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় অন্তত ২২ জন আহত হয়েছে। বুধবার জেরুজালেম থেকে এএফপি জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানায়। ইহুদি নববর্ষ রোশ হাশানাহর দ্বিতীয় দিনে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লোহিত সাগরের উপকূলীয় শহর ইলাতে আঘাত হানে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মাগেন ডেভিড অ্যাডম জরুরি সেবা জানায়, তাদের দল ২২ জনকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে ২৬ ও ৬০ বছর বয়সী দুই ব্যক্তি গুরুতর আহত, একজন মাঝারি এবং বাকি সবাই সামান্য আঘাত পেয়েছেন।

পুলিশের মতে, ড্রোনটি ইলাত শহরের কেন্দ্রে আঘাত করে।

এটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। এতে এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী দক্ষিণ ইসরাইলের দুটি স্থানে দুটি ড্রোন হামলা চালিয়েছে। ইলাতের মেয়র ইলি ল্যাঙ্ক্রি সরকারের প্রতি হুথিদের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামলার আগে শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইলাত মিসর ও জর্দানের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর আগে ইসরাইল ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। গত মাসে হুথি সরকারের প্রধানসহ ১১ জন সিনিয়র কর্মকর্তাকে হত্যা করা হয়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৩ সালের অক্টোবর থেকে হুথিরা ইসরাইলের দিকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

তারা দাবি করছে, এসব হামলার মাধ্যমে তারা ফিলিস্তিনি মিত্র হামাসকে সমর্থন জানাচ্ছে।

 

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ...

Ad For Sangbad mohona