রুশ নারী নিনা কুতিনা কবে ভারতে প্রবেশ করেছেন, কত দিন ধরে আছেন, কত দিন ধরে গুহায় বসবাস করছেন, তা বোঝার চেষ্টা করছে ভারতীয় পুলিশ। তারা তদন্তে নেমে নিনার গল্পের টুকরা টুকরা অংশ জোড়া দিয়ে এ রহস্যের কিনারা করতে চাইছে। ৯ জুলাই ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণের রামতীর্থ পাহাড়ের একটি গুহা থেকে দুই সন্তানসহ নিনাকে উদ্ধার করে পুলিশ। গোকর্ণ বন এলাকা ভারতের পর্যটকপ্রিয় উপকূলীয় রাজ্য গোয়ার সীমান্তে অবস্থিত। সেখানে নিয়মিত টহলের সময় দুই মেয়েসহ নিনাকে খুঁজে পায় পুলিশ।
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, নিনার বয়স ৪০ বছর, দুই মেয়ের বয়স ৬ ও ৫ বছর। তাঁরা ভারতে অবস্থান করার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁদের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। নিনা ও তাঁর মেয়েদের দ্রুতই ভারত থেকে বিতাড়িত করা হবে। নিনা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া দুটি ভিডিও সাক্ষাৎকারে তাঁর জীবনযাপনের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, তিনি এবং তাঁর মেয়েরা গুহায় সুখেই ছিলেন এবং প্রকৃতি স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু তাঁদের উদ্ধার করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পরিষ্কারভাবে জানা যায়নি, কীভাবে ওই নারী ও তাঁর সন্তানেরা সাপ ও বন্য প্রাণীতে ভরা ওই জঙ্গলে এলেন, কত দিন ধরে সেখানে ছিলেন এবং আদতে তাঁরা কারা।
শেয়ার করুন :