বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

আমার ‘বিরোধিতা করা’ টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত : ট্রাম্প

মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসির জনপ্রিয় লেট-নাইট শো ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স হয়তো কেটে দেওয়া উচিত।’রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কমেডিয়ান জিমি কিমেলের ব্যঙ্গাত্মক মন্তব্যকে কেন্দ্র করে তার হোস্ট করা লেট-নাইট শো বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে এবিসি নেটওয়ার্ক।

সোমবারের অনুষ্ঠানে কিমেল ইঙ্গিত দেন, হত্যাকারী হয়তো একজন ‘মাগা (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) রিপাবলিকান’। অথচ পরে ইউটাহ কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী টাইলার রবিনসন ছিলেন ‘বামপন্থী মতাদর্শের অনুসারী’।কিমেলের ওই মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসি হুঁশিয়ারি দিলে বুধবার সন্ধ্যায় এবিসি ঘোষণা দেয়, অনুষ্ঠানটি আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে।যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, ‘মিডিয়ার ৯৭ শতাংশ আমার বিরুদ্ধে কাজ করছে।তবু আমি সহজেই নির্বাচনে জিতেছি। তারা শুধু নেতিবাচক প্রচারণা চালায়। অথচ তারা লাইসেন্স পাচ্ছে। আমার মনে হয়, এই লাইসেন্সগুলো বাতিল করা উচিত।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এফসিসি চেয়ারম্যান ব্র্যান্ডন কার বলেন, ‘এবিসির শো নামিয়ে নেওয়াতেই বিষয়টির সমাপ্তি নয়।’তিনি বলেন, ‘আমরা সম্প্রচারমাধ্যমগুলোকে জনস্বার্থে দায়বদ্ধ রাখতে থাকব। আর যদি কেউ এই সমাধান মেনে নিতে না চায়, তারা তাদের লাইসেন্স ফেরত দিতে পারে।’এফসিসি দেশের বড় সম্প্রচার নেটওয়ার্কগুলোকে নিয়ন্ত্রণ করে। তবে কেবল টিভি, পডকাস্ট বা স্ট্রিমিং কনটেন্ট তাদের এখতিয়ারের বাইরে।আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী রাজনৈতিক মতপার্থক্যের কারণে লাইসেন্স বাতিল করা যাবে না।

কিমেলের অনুষ্ঠান সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে লেখক, অভিনেতা থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ওবামা বলেন, ‘এটি আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে নতুন করে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে।’একই সুরে কণ্ঠ মিলিয়েছেন সিবিএসের জনপ্রিয় হোস্ট স্টিফেন কোলবার।

তিনি একে ‘নির্লজ্জ সেন্সরশিপ’ আখ্যা দিয়ে বলেন, ‘এই স্বৈরাচারকে এক ইঞ্চিও ছাড় দেওয়া যায় না।’তবে কেউ কেউ কিমেলের সমালোচনাও করেছেন। মিডিয়া কম্পানি বার্স্টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেভ পোর্টনয় বলেন, ‘যখন কেউ অসভ্য ও অপমানজনক মন্তব্য করে, তখন শাস্তি পাওয়া ক্যান্সেল কালচার বা মতের অমিলের কারণে নয়; এটা তার কাজের ফল।’ফক্স নিউজের হোস্ট গ্রেগ গাটফেল্ড অভিযোগ করেন, কিমেল ইচ্ছাকৃতভাবে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং হত্যার দায় মিত্রদের ওপর চাপিয়েছেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় টিভি স্টেশন মালিক নেক্সটা মিডিয়া বুধবার জানিয়েছে, তারা কিমেলের অনুষ্ঠান আর প্রচার করবে না। তারা মন্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দেয়। পরে এবিসিও একই সিদ্ধান্ত নেয়।নেক্সটার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এফসিসি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেছেন, অন্যান্য নেটওয়ার্কও একই পথ অনুসরণ করবে।ঘটনার পর কিমেল সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্কের হত্যার নিন্দা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করলেও থামেনি বিতর্ক। কেউ বলছেন—এটি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন, আবার কারো মতে এটি কেবল ‘কাজের ফলাফল’।

 

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনিরের সভাপতিত্বে...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

Ad For Sangbad mohona