শরীয়তপুর জেলায় গত সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম।
মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
একইসঙ্গে, জাজিরা থানার সাব-ইন্সপেক্টর রামকৃষ্ণ মাদক উদ্ধার অভিযানে এবং সাব-ইন্সপেক্টর মালমগীর হোসেন ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্য অর্জনের জন্য মনোনীত হয়েছেন।
জাজিরা থানা শরীয়তপুর জেলার একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত। ওসি মাঈনুল ইসলামের নেতৃত্বে জাজিরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়িয়েছে।

জাজিরা থানার এই সাফল্যে স্থানীয় বাসিন্দারা ওসি মাঈনুল ইসলাম এবং তাঁর টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং ওসি মাইনুল ইসলাম বলেন এই ধারা যেন অব্যহত রাখতে পারি সে জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।
শেয়ার করুন :










