মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জাজিরায় বিজয় দিবস উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে– উপজেলা প্রশাসন

শরীয়তপুরের জাজিরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫:উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে ফিরে এসেছে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের গৌরবমন্ডিত ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির এ আনন্দ আর গৌরবের ক্ষনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তি সংগ্রামে প্রাণ উৎসর্গকারী সকল বীর শহীদকে।সালাম ও শুভেচ্ছা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।

মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, জাজিরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহমিদুল ইসলামের এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি, ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাজিরা থানা অফিসার ইনচার্জ এর জাজিরা কেন্দ্রীয় শহিদ মিনার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা প্রাঙ্গনে, যথাযোগ্য মর্যাদায় জাতীয় উত্তোলন, সকাল ৬.৩৫ মিনিটে জাজিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯. ৩০ মিনিটে

উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস এর অংশগ্রহণে কুচকাওয়াজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ডিসপ্লে,সকাল ১০টা হইতে দিনব্যাপী উপজেলা রবীন্দ্র ও নজরুল মঞ্চে বিজয় মেলা আয়োজন, বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরযোদ্ধাগনের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান, বাদ জোহর অথবা সুবিধা জনক সময় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদপহী আত্মার মাগফেরাত /বীর মুক্তিযোদ্ধা/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা।

সুবিধা জনক সময়ে হাসপাতাল, এতিমখানা ও লীল্লাহ বোডিং সমূহে উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন আলোক সজ্জা করন সহ ব্যাপক কর্মসূচি গ্রহন করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন জাজিরা উপজেলা প্রশাসন।জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহম্মদ এর নেতৃত্ব বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সম্পুর্ন প্রস্তুত রাখা হয়েছে।

 

মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, একবারও উল্লেখ নেই বাংলাদেশের নাম

এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দলে যোগ...

মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, একবারও উল্লেখ নেই বাংলাদেশের নাম

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠছে বেদি

পূর্ব দিগন্তে সূর্য উঠি উঠি করছে। পিচঢালা সড়কের ওপর জমে আছে রাতের শিশির। নতুন সকালের আগমন হবে একটু পরই। এমন...

Ad For Sangbad mohona