বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী

গাজা চুক্তির প্রথম পর্যায়ের বাস্তবায়ন প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। নয়াদিল্লি সফরে থাকা মন্ত্রী শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এখন আমরা প্রথম ধাপ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছি।

‘আবদেল আতির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখন মীমাংসার একমাত্র চাবিকাঠি। তিনি উল্লেখ করেন, ‘এই পরিকল্পনা বাস্তবে সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করা উচিত।’তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের এখন অবশ্যই নিশ্চিত করতে হবে যে, উভয় পক্ষ (হামাস ও ইসরায়েল) বিশ্বস্ততার সঙ্গে এবং সৎ উদ্দেশ্যে চুক্তি বাস্তবায়ন করবে।’তিনি বলেন, ‘আপনারা সকলেই জানেন, প্রতিটি পক্ষেরই দায়িত্ব রয়েছে।

ইসরায়েলের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং হামাসেরও নিজস্ব দায়িত্ব রয়েছে।’গত ২৯ সেপ্টেম্বর গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের একটি ‘ব্যাপক পরিকল্পনা’ প্রকাশ করা হয়। ২০-দফা পরিকল্পনার অধীনে ফিলিস্তিনি অঞ্চলটিতে ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ মোতায়েনের কথা বলা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইসরায়েল এবং হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছেছে।এরপর গত সোমবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তি উপলক্ষে মিশরের শারম আল-শেখ শহরে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন।

 

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ...

Ad For Sangbad mohona