শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, তদন্তের আশ্বাস

প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রধান উপদেষ্টা নুরসহ আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রছেছেন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে তদন্ত পরিচালনা করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সদস্য যুক্ত করা হতে পারে।

প্রেস সচিব বলেন, নুর দীর্ঘদিন ধরে ছাত্রনেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্ব ও সাহস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্রধান উপদেষ্টা এই সংকটময় সময়ে নুর এবং আহত সকলের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট উপযুক্ত পরিবেশ রয়েছে। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে।

 

হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে আনুষ্ঠানিকভাবে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে সরকার। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, রুই জাতীয় মাছের নিরাপদ...

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয়...

Ad For Sangbad mohona