শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কেন্দ্র ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাজিরা উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর জাজিরা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভ পূর্ববর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাজিরা পৌরসভার আমীর মাওলানা আব্দুল গফুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ০১ পালং জাজিরা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড মোশাররফ হোসেন মাসুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, শরীয়তপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি মোঃ বেলাল হোসেন মাদবর, উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা এনামুল খবির সহ সেক্রেটারি মোঃ উজ্জল মিয়া উপজেলা পৌরসভা বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মী।

উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রথমে টিএনটি মোড় হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাজিরা পুরান বাজারে গিয়ে শেষ হয়ে।
শেয়ার করুন :










