শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিলাসপুর ইউনিয়নে জাজিরা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দিন ব্যাপী নির্বাচনী গণসংযোগ হয়েছে।১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ০৯টায় বিলাসপুর ইউনিয়নের রহিমউদ্দিন মালাই মৃধার কান্দি থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন বাড়িতে, গ্রামে, হাটবাজারে ও শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচনী গণসংযোগ করেছেন।

এসময়ে শরীয়তপুর ০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড মোশাররফ হোসেন মাসুদ, জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, জাজিরা পৌরসভা মেয়র প্রার্থী আলহাজ্ব মাসুম বিল্লাহ, শরীয়তপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন মাদবর, জাজিরা উপজেলা আমীর মাওলানা মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা এনামুল খবির, সহ সেক্রেটারি মোঃ উজ্জল মিয়া,সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলভী মাওলানা রেজাউল করিম শিবলি, কাজিয়ারচর হামিদিয়া শুকরিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, চরখামার তমিজিয়া মাদরাসার সুপার মাওলানা শাহআলম, পৌরসভা সেক্রেটারি মাষ্টার বেলায়েত আহম্মেদ, মোঃ ইয়াকুব শরীফ, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।এসময়ে উপস্থিত জামায়াত নেত্রীবৃন্দ আগামীতে যেকোন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে সমর্থন করে পাশে থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন :










