শরীয়তপুরের জাজিরায় সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ১৩ আগস্ট বুধবার সকাল ১০টার সময় উপজেলার পুরাতন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের ফুরুক মিয়ার দুই মেয়ে রোজিনা (২৫) ও হামিদা (২০) এবং অপরজন হলেন মৃত সেলিমের মেয়ে লিজা আক্তার (ভাবী)। তারা সম্পর্কে ননদ-ভাবী হন। স্থানীয় এবং ভুক্তভোগী থেকে জানা যায়, জাজিরা ইউনিয়নের জবর আলী আকন কান্দির প্রবাসী দিদার আকনের স্ত্রী ঝর্ণা আক্তার বিকেনগরের আনন্দবাজারে বাবার বাড়ি থেকে অটোরিক্সায় শশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে তিন নারী শিশু বাচ্চা সহ যাত্রীর বেশে গাড়িতে ওঠে। কিছুক্ষণ পর তারা ভাঙা রাস্তার অজুহাতে ঝর্ণা আক্তারের শরীরে হাত দিতে শুরু করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে ঝর্ণা আক্তার জাজিরা পুরাতন বাজারে গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তা নেন এবং ঐ তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে আটক নারীরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন :










