বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

 বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা ইউনিট।

সোমবার দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা বক্তব্য দেন। এতে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. আব্দুল ওয়াহেদ বলেন, সরকারের সমন্বিত সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা ২০২৫ বাস্তবায়নযোগ্য নয়।

ইউনিয়ন ভিত্তিক তিনজন করে ডিলার নিয়োগের প্রস্তাব অবকাঠামোগত ও আর্থিক সীমাবদ্ধতার কারণে কৃষক পর্যায়ে সুফল বয়ে আনবে না। বিসিআইসি সার ডিলাররা দীর্ঘ ৩০বছর ধরে সুনামের সঙ্গে সার বিতরণ করে আসছেন। হঠাৎ ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের উদ্যোগে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে।

সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা লিখিত বক্তব্যে বলেন, খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়ার প্রস্তাব কার্যকর হলে প্রান্তিক কৃষকরা নানা সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং সার বিতরণে শূন্যতা তৈরি হবে।

তিনি আরও বলেন, কৃষক পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে ইউনিয়ন ভিত্তিক সুষম বরাদ্দ প্রদান করলে কোনো সংকট তৈরি হবে না। ইউরিয়া সারের উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, সুষম বরাদ্দ থাকায় দেশে ইউরিয়া সারের ঘাটতি দেখা দেয়নি।

তিনি আরও জানান, পরিবহন ব্যয়, ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারীর বেতন, জ্বালানি খরচসহ নানা ব্যয় বৃদ্ধি পেলেও বিক্রয় কমিশন অপরিবর্তিত রয়েছে। তাই কমিশন বৃদ্ধির দাবি জানান। একই সঙ্গে সার উত্তোলন ও বিতরণের ক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে ব্যবস্থা রাখারও প্রস্তাব দেন তিনি।

সংগঠনের নেতারা আরও বলেন, নতুন সার নীতিমালা করার আগে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ প্রতিনিধিদের মতামত গ্রহণ করতে হবে। তারা প্রস্তাব দেন, বিদ্যমান ২০০৯ সালের সার ডিলার নীতিমালার আলোকে প্রয়োজনীয় সংশোধন এনে ২০২৫ সালের নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। পরিশেষে তারা বিসিআইসি ও বিএডিসির বিভাজন না করে সরকারের নীতিমালার আওতায় সুষ্ঠু সার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

 

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ দুইটি পৃথক অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।থানা সূত্রে জানা যায়, গোপন...

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা...

Ad For Sangbad mohona