শরীয়তপুরের জাজিরায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্বরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৪ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায়,উপজেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমন্ডার মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী,


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।উল্লেখ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় প্রায় নিশ্চিত ঠিক তখনি তারা বাংলাদেশকে মেধাশুন্য করতে জাতিকে মেরুদণ্ডহীন করতে পাকসেনা এবং এদেশে থাকা দোসরদের সহযোগিতায় এদেশে শিক্ষক, গবেষক, গায়ক, ডক্টর, সাংবাদিক সহ দেশের বুদ্ধিজীবীদের গন হারে হত্যাকরে সেই থেকে প্রতি বছর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন হয়ে আসছে।
শেয়ার করুন :










