শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আশকোনার অলিগলিও বেহাল

সামিয়া রহমান থাকেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্প–সংলগ্ন নদ্দাপাড়া এলাকায়। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে তাঁর ক্লাস শুরু হয় সকাল ৯টায়। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার একমাত্র পথ দক্ষিণখানের আশকোনা হজ ক্যাম্প সড়ক।

সামিয়া বলেন, বিমানবন্দর আন্ডারপাসের নির্মাণকাজে হজ ক্যাম্প সড়ক এক বছরের বেশি সময় ধরে বন্ধ। নদ্দাপাড়া সড়কটিতে বড় বড় গর্ত। বিকল্প সড়ক হিসেবে ‘কাওলা সড়ক’ ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু ওই সড়কও এই বর্ষায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তাই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।গত রোববার আশকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশকোনা হজ ক্যাম্প, নদ্দাপাড়া ও কাওলা সড়ক সরেজমিনে দেখা যায়, প্রতিটি সড়ক খানাখন্দে ভরা। কোথাও পিচঢালাই আছে, কোথাও নেই।

বৃষ্টিতে পানি-কাদায় একাকার। দিন দিন এসব খানাখন্দ বড় আকার ধারণ করছে। তাতে প্রায় প্রতিদিন উল্টে পড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা, আহত হচ্ছে যাত্রীরা। কাদাপানি ছিটকে কাপড়চোপড় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ভোগ নিয়ে চলাচল করছে মানুষ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই সব এলাকায় ছয় থেকে সাত লাখ মানুষ বসবাস করে। আন্ডারপাসের নির্মাণকাজের জন্য আশকোনা হজ ক্যাম্প সড়কটি বন্ধ। কিন্তু ভেতরের অলিগলির রাস্তাগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক নদ্দাপাড়া এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আশকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশকোনা হজ ক্যাম্প ও নদ্দাপাড়া সংযোগ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। সড়কগুলো দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করছে। গর্তে পড়ে বেপরোয়া অটোরিকশা উল্টে যাওয়া এ এলাকার প্রতিদিনের চিত্র। সিটি করপোরেশনের উচিত, জরুরি ভিত্তিতে এ এলাকার সড়কগুলো সংস্কার করা।

হজ ক্যাম্প–সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাতের সরু একটি অংশ অবশিষ্ট আছে, সেটিও হকারের দখলে। এর ফলে সাধারণ মানুষ এক সারি হয়ে চলাচল করছে।

মুক্তিযোদ্ধা মার্কেটের প্রবীণ ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন, ‘আমি এই মার্কেটে ২০০২ সাল থেকে ব্যবসা করছি। হজ ক্যাম্প সড়কটি বন্ধ থাকায় পুরো মার্কেটের ব্যবসা লাটে উঠেছে। যাতায়াতের সড়কগুলোও খানাখন্দে ভরা। বর্ষায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।’

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল ৭) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই অঞ্চলের বেহাল রাস্তার বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে রাস্তা সংস্কারের জন্য ৩৫ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে। আরও অর্থের প্রয়োজন। বাজেটপ্রাপ্তি সাপেক্ষে রাস্তাগুলোর সংস্কারকাজ আমরা দ্রুত শুরু করব।’প্রকল্প সূত্রে জানা গেছে, ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ে ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস’ শীর্ষক প্রকল্পটির কাজ ২০২৪ সালে শুরু হয়। প্রকল্প প্রস্তাবের তথ্য অনুযায়ী, এ আন্ডারপাসের দৈর্ঘ্য হবে ১ হাজার ৭০ মিটার (১.০৭ কিলোমিটার)। এর মাধ্যমে হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশনে গিয়ে যাত্রী উঠতে পারবেন। সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) প্রস্তাব অনুযায়ী, আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতপনিয়ন্ত্রিত। এতে থাকবে ৮টি লিফট, ২৮টি এস্কেলেটর এবং ২৫টি ট্রাভেলেটর।a

 

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন

‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। নীতিমালাটি দেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে...

অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ, দুর্নীতি থেকে বাঁচতে...

Ad For Sangbad mohona