সাভার উপজেলাধীন আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর বাদগাঁও এলাকার জসীমউদ্দীনের বিরুদ্ধে।
ভুক্তভোগী রাশেদুল ইসলাম খোকন জানান, তিনি ২০- থেকে ২৩ সালের জসীমউদ্দীনের কাছ থেকে ২৯ লাখ টাকায় জমি ক্রয় করেন। তবে দলিল অনুযায়ী নির্ধারিত দাগের ২২ শতাংশ জমি বুঝিয়ে না দিয়ে অভিযুক্ত পক্ষ তালবাহানা করতে থাকে। একপর্যায়ে খোকনকে খাস সম্পত্তি থেকে মাত্র ৭ শতাংশ জমি বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম সালিশে বসলেও সমাধান না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। বর্তমানে এ বিষয়ে দেওয়ানী মামলা (নং-৬০০) আদালতে বিচারাধীন রয়েছে।
খোকনের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও জসীম ও তার লোকজন তাদের বসতবাড়ির পশ্চিম পাশের টিন খুলে নিয়ে একই টিন ব্যবহার করে পাশের রাস্তা আটকে দিয়েছে। ফলে তাদের হাঁস-মুরগি ও গবাদি পশুর যাতায়াত বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
শেয়ার করুন :










