শরীয়তপুরের জাজিরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।সোমবার ১৬ ডিসেম্বর সকালেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।পরে ভোর ৬.৩৫ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, জাজিরা প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে জাজিরা উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাবস্কাউট ও স্কাউটস দল ডিসপ্লে প্রদর্শন করে, দিনব্যাপী বিজয় মেলা।বেলা ১২ টায় জাজিরা পুরাতন বাজারস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রাদান।বিকাল ৩ টায় উপজেলা শিল্পকলা একাডেমীর সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ তাহমিদুল ইসলাম ।


সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ্ আহম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রুহুল আমিন,এসময়ে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার,পদ্মাসেতু দক্ষিণ থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান,জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজী,জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক,
বীরমুক্তিযোদ্ধা, সুধিজন ও ছাত্র ছাত্রী বৃন্দ।বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।দিনব্যাপী এসব কর্মসূচিতে জাজিরার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।মহান বিজয় দিবস উপলক্ষে জাজিরা উপজেলা প্রশাসনের গৃহীত এসব কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শেয়ার করুন :










