বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাভারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আহত ১ থানায় লিখিত অভিযোগ দায়ের।

সাভারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাবনাজ আক্তার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে সাভারের সাধাপুর গোপেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী সাবনাজ আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী সাঈদ (৪০) তাকে হয়রানি করে আসছিল। ঘটনার দিন সকালে তার স্বামী বাইরে থাকাকালীন সময় অভিযুক্ত আবু সাঈদ তাদের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার করলে তার স্বামী মো. রুবেল কাজী (৩১)সহ পার্শ্ববর্তী বাড়ির লোকজন বাড়িতে এসে তাকে উদ্ধার করেন

অভিযোগে আরও উল্লেখ করা হয় জে, ভুক্তভোগীর স্বামী বাধা দেওয়ার সময় সাঈদ লাঠি দিয়ে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার ঠোঁট ও দাঁতে গুরুতর জখম হয়।

এমনকি আত্মরক্ষার সময় অভিযুক্ত ব্যক্তি তার স্বামীর আঙুলে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। স্ত্রীকে সাবনাজ আক্তার কে রক্ষা করতে গেলে স্বামী স্ত্রী দুজনকেই লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়,

পরে তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত সাঈদ হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয়দের সহায়তায় আহত দম্পতি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ভুক্তভোগী সাবনাজ আক্তার বলেন, “অভিযুক্ত সাঈদ আমাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছে। আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনের কাছে আমি তার কঠোরতম শাস্তির দাবি জানাই, আমার সাথে যা হয়েছে অন্য কোন মেয়ের সাথে আর যেন না করতে পারে সেজন্য তাকে কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই,

 

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ দুইটি পৃথক অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।থানা সূত্রে জানা যায়, গোপন...

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা...

Ad For Sangbad mohona