শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাজিরা পৌরসভা বিএনপি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
রবিবার ১২ অক্টোর পৌরসভা বিএনপির সভাপতি মোঃ কাজি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলনের নেতৃত্বে জাজিরা পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
এই লিফলেট বিতরন কর্মসূচিতে জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অশং গ্রহন করেন।
লিফলেট বিতরন সময়ে
উপস্থিত নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি শুধুমাত্র রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি জাতীয় মুক্তির রূপরেখা।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দফাগুলোর বাস্তবায়ন অপরিহার্য।
তাই সবাইকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।
শেয়ার করুন :










