মঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ কিশোর সংশোধনাগারে

পিরোজপুরের মঠবাড়িয়ায় জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরালের পর তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।সর্বশেষ শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এর আগে স্লোগান ভাইরালের জেরে বিক্ষুব্ধরা তাদের পুলিশের হাতে তুলে দেয় বলে ভাষ্য পুলিশের।

এ নিয়ে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।গ্রেপ্তাররা হলেন- মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও মো. জুবায়ের (১৬)।থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় একটি ‘বিএনপি অফিসে’ বসে জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়।

পরে শুক্রবার রাতে স্লোগান দেওয়ায় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুব্ধরা। পরে স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম এ ঘটনায় অফিসে অনধিকার প্রবেশ, ভাঙচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

সর্বশেষ আদালতের নির্দেশে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।ওই গ্রামের এক বিএনপি নেতা বলেন, ‘এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকজন বসে এদের ভেতর কেউ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে তার ছবি টাঙিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে একটি মহল এখানে লোক না থাকার সুযোগে কিশোরদের দিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছে।’মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ...

Ad For Sangbad mohona