ভারত ম্যাচ হারলে খলনায়ক বনে যেতেন মোহাম্মদ সিরাজ। ৯৮ বলে ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলা হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত সিরাজই দ্বিতীয় ইনিংসে দলের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন। সকালে জেমি স্মিথকে ফিরিয়েছেন। জেমি ওভারটনের পর শেষ ব্যাটার গাস আটকিনসনকে তুলে নিয়ে ম্যাচ জিতিয়েছেন।
লন্ডনে সোমবার ম্যাচ শেষে সিরাজ জানিয়েছেন, সকালে উঠই তার মনে হচ্ছিল, তিনি ম্যাচটা ঘুরিয়ে দিতে পারবেন। নিজের ভেতর পাওয়া বিশ্বাস আরও বাড়িয়ে নিতে গুগল থেকে আত্মবিশ্বাস লেখা একটি ছবিও নামিয়ে নেন। শেষ পর্যন্ত পেরেছেনও তিনি।
লর্ডসে ড্রর আশা দিয়ে মোহাম্মদ সিরাজ শেষ বেলায় বোল্ড হয়ে গিয়েছিলেন। সেই আক্ষেপ মেটানো জয় এনে দিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে অসাধারণ অনুভূতি। আমরা প্রথম দিন থেকেই লড়াই করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত এই ফল পাওয়া দারুণ। আমার পরিকল্পনা ছিল, বিষয়টাকে সহজ করে দেখা এবং ঠিক জায়গায় বল ফেলা।’
জয়ের বিষয়ে তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল, আমি পারবো। গুগল থেকে আত্মবিশ্বাস লেখা একটি ছবিও নামিয়ে নিই এবং ফোনের ওয়ালপেপার (ফোন স্ক্রিনের ছবি) বানায়। আমি ব্রুকের ক্যাচটা ঠিকঠাক নিতে পারলে আজ হয়তো আমাদের মাঠেই আসতে হতো না। ওটা ম্যাচ বদলে দেওয়া ঘটনা ছিল।’
লর্ডস টেস্টে হেরে যাওয়ায় হৃদয় ভঙ্গ হয়েছিল বলেও জানান সিরাজ, ‘ব্রুক খুব ভালো খেলেছে। খুব আক্রমণাত্মক খেলেছে। ওর জন্য টুপি খোলা অভিনন্দন। লর্ডস টেস্টে আমাদের হৃদয় ভেঙেছে। জাদেজা আমাকে সোজা ব্যাটে খেলতে বলেছিল, ব্যাটের মাঝে বল লাগাতে বলেছিল। আমার বাবার কথা স্মরণ করে আমাকে এই পর্যায়ে আনতে তার পরিশ্রমের কথা মনে করতে বলেছিল।’
শেয়ার করুন :