জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নাম্বার রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না- এখানে এনসিপি আবশ্যক।
রোববার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, ২৪-এর অভ্যুত্থানপরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়।
কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামোদকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে। সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ারসহ জেলার নেতারা।

শেয়ার করুন :










