রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৪’ পেশ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই বার্ষিক প্রতিবেদন প্রস্তুতসংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা আজ সোমবার বেলা দেড়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন পেশ করেন।সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় প্রধান বিচারপতির সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রস্তুতসংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন। সাক্ষাতে কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।