শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাভারে কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভারের জনপদ

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি বাস স্ট্যান্ড এলাকায় নিহত শিক্ষার্থীর পরিবার, স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, কলেজ পড়ুয়া ফজলে রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। হত্যার পর লাশ বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়। ঘটনার ১৪ দিন পর তার মরদেহ উদ্ধার করা হলেও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নিহত রাব্বিকে কলেজ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কেউ কেউ ‘অটোরিকশা চালক’ পরিচয়ে অপপ্রচার চালিয়েছে, যা পরিবারকে অপমানের শামিল। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

নিহত শিক্ষার্থী ফজলে রাব্বির মা নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে গত ১৭ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আমরা থানায় জিডি করি, কিন্তু কোনো খোঁজ পাইনি।

পরে ৩০ অক্টোবর এলাকার লোকজন কলমা উত্তরপাড়ার জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় আমার ছেলের লাশ দেখতে পায়। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।”

বিক্ষোভস্থলে উপস্থিত সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেন বলেন, “ফজলে রাব্বি ছিল মেধাবী শিক্ষার্থী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। আমরা এই হত্যা কাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে সাভার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মুমিন আকন বলেন, ফজলে রাব্বি সাভার লিজেন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন, অথচ তাকে অটোচালক আখ্যা দিয়ে হত্যাকাণ্ডের গুরুত্ব হালকা করার অপচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটি ভুল।

মূলত পরকীয়ায় জড়িত ছিল ইতি এবং রাতুল। ছাত্রদল নেতা আকন আরো বলেন, থানা থেকে যে বিবৃতি দেয়া হয়েছে পরকীয়ারদের হত্যা এটি সঠিক নয়। অধিকতর তদন্তের মাধ্যমে থানা পুলিশকে এই ঘটনার সত্যতা এবং বিচার নিশ্চিত করতে হবে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে একাধিক দুর্বৃত্ত জড়িত রয়েছে।

বিক্ষোভস্থলে উপস্থিত থেকে সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ফজলে রাব্বি ছিল আমাদের এলাকার এক মেধাবী, ভদ্র ও বিনয়ী ছাত্র। সে নিয়মিত কলেজে যেত, সমাজের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না।

এমন একজন নিরীহ ছেলেকে যারা হত্যা করেছে, তারা সমাজের শত্রু। এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়—এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যা।

তাকে প্রথমে অপহরণ করে, পরে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এমন পাশবিক ঘটনার ন্যায়বিচার আমরা চাই, কারণ আজ রাব্বি—আগামীকাল হয়তো আমাদের এলাকার আরেক সন্তানও এমন পরিণতির শিকার হতে পারে।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই—এই হত্যাকাণ্ড যেন কোনোভাবেই ধামাচাপা না পড়ে। পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনে। শুধু গ্রেপ্তার নয়, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসি চাই। যাতে ভবিষ্যতে আর কেউ এমন নৃশংসতা করার সাহস না পায়।

 

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা ম্লান হলো মাত্র দুই দিনেই

কিছু বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই জোটে যাওয়ার সিদ্ধান্ত: নুরুল হক

এখনো কোনো রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, যারা ক্ষমতায় গেলে...

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা ম্লান হলো মাত্র দুই দিনেই

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে।...

Ad For Sangbad mohona